রাজ্য – একসময় তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী ছিলেন প্রশান্ত কিশোর। এখনও তৃণমূলের সঙ্গে তাঁর গড়া প্রতিষ্ঠান আইপ্যাকের সম্পর্ক বজায় রয়েছে। তবে আইপ্যাক থেকে বেরিয়ে তিনি এখন নিজস্ব রাজনৈতিক দল ‘জন সুরজ পার্টি’ গঠন করেছেন। তবুও কি প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোরের ছায়া আজও তৃণমূলে দেখা যাচ্ছে? এই প্রশ্নই উঠছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি ঘোষণার পর। তাঁর নতুন উদ্যোগের নাম—‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। আর এই নাম উচ্চারণ হতেই অনেকের মনে পড়ছে প্রশান্ত কিশোরেরই ‘ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচির কথা।
বর্তমান সময়ে যুব সমাজের ওপর ডিজিটাল মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার প্রভাব বিরাট। রাজনৈতিক দলগুলিও সেই বাস্তবতা মেনে নিয়েছে। ডিজিটাল দুনিয়ায় নিজেদের প্রচার জোরদার করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন এই উদ্যোগ। সমাজমাধ্যমে বাংলা-বিরোধীদের কুৎসা ও অপপ্রচার রুখতেই এই কর্মসূচির সূচনা বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও গর্ব তুলে ধরবেন এই ডিজিটাল যোদ্ধারা, যারা মূলত অনলাইন প্ল্যাটফর্মে বিরোধী প্রচারের মোকাবিলায় তৃণমূলের মুখ হয়ে উঠবেন।
রাজনৈতিক মহল বলছে, তৃণমূল নেতারা প্রায়ই অভিযোগ করেন যে বিরোধীরা শুধু সমাজমাধ্যমেই সক্রিয়। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল প্ল্যাটফর্মে বিরোধীদের কৌশল মোকাবিলায় অভিষেকের এই নতুন উদ্যোগ একপ্রকার প্রতিরোধ গড়ে তুলবে বলেই মনে করা হচ্ছে।
তবে এই কর্মসূচির সঙ্গে প্রশান্ত কিশোরের ‘ডিজিটাল যোদ্ধা’ প্রকল্পের অদ্ভুত মিল লক্ষ্য করা যাচ্ছে। কিছু মাস আগেই বিহারে তাঁর দল জন সুরজ পার্টি একই ধরনের উদ্যোগ নিয়েছিল। সেখানকার কর্মসূচিতেও প্রশিক্ষণের পর ডিজিটাল যোদ্ধাদের ভাতা দেওয়া হয় এবং প্রতিটি এলাকায় একজন ‘মহাযোদ্ধা’ তাঁদের নেতৃত্ব দেন। সোশ্যাল মিডিয়ায় দলের প্রচার, বিরোধীদের বিরুদ্ধে যুক্তিপূর্ণ প্রতিরোধ গঠন—এসবই তাঁদের দায়িত্ব। প্রশান্ত কিশোর তখন বার্তা দিয়েছিলেন, “অনলাইনে আসুন, বদল আনুন। ডিজিটাল যোদ্ধা হন, ডিজিটাল দুনিয়ায় ক্রান্তি আনুন।”
একুশের নির্বাচনে তৃণমূলের জয়ে আইপ্যাকের ভূমিকা স্বীকার করেছিলেন দলের বহু নেতা। আর এখন যখন প্রশান্ত কিশোর বিহারের রাজনীতিতে ব্যস্ত, তখন তৃণমূলের নতুন উদ্যোগ তাঁর আগের প্রকল্পের প্রতিধ্বনি বই কিছু নয় বলে রাজনৈতিক মহলে জল্পনা তীব্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচিতে তাই অনেকেই দেখছেন পিকেরই ছায়া—যদিও দলের পক্ষ থেকে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
