কলকাতা – কালীপুজো ও দীপাবলির উৎসবের আগেই শব্দদানব ও বিপজ্জনক বাজি আটকাতে কলকাতা পুলিশ তৎপরতা বাড়িয়েছে। শনিবার ধর্মতলায় বিশেষ অভিযান চালিয়ে গুন্ডা দমন শাখা প্রচুর নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের মাধ্যমে সকাল থেকেই অভিযান শুরু হয়। তল্লাশিতে বিভিন্ন ধরনের বাজি—শেল, চকলেট বোমা সহ অন্যান্য নিষিদ্ধ বাজি পাওয়া গেছে। অভিযান চলাকালীন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
ধর্মতলায় বৃহস্পতিবার থেকে বাজি বাজার শুরু হয়েছে। এখানে মোট ৩৭টি স্টল চালু হয়েছে, যা বড়বাজার ফায়ারওয়ার্ক্স ডিলারস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ২১ অক্টোবর পর্যন্ত চলবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, বিশেষ নজরদারি থাকবে যাতে শুধুমাত্র অনুমোদিত গ্রিন বাজি ব্যবহার হয়।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা আগেই সতর্ক করেছিলেন, “গ্রিন বাজি অনুমোদিত, বাকি বাজি নিষিদ্ধ। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।” পুলিশ অভিযান শুধু উৎসবের আনন্দ বজায় রাখতে নয়, নিরাপত্তারও বার্তা দিচ্ছে। নাগরিকদের প্রতি পুলিশের অনুরোধ, নিষিদ্ধ বাজি থেকে দূরে থাকুন এবং নিরাপদে উৎসব উদযাপন করুন।
