নুসরতের পোস্টে যশের দুষ্টু কমেন্টে উষ্ণ হল টলিপাড়া, অভিনেত্রীর লজ্জায় মুখ ঢেকে প্রতিক্রিয়া!

নুসরতের পোস্টে যশের দুষ্টু কমেন্টে উষ্ণ হল টলিপাড়া, অভিনেত্রীর লজ্জায় মুখ ঢেকে প্রতিক্রিয়া!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। তাঁদের ব্যক্তিগত জীবন প্রায়ই থাকে আলোচনার কেন্দ্রে। কয়েক মাস আগেই শোনা গিয়েছিল তাঁদের সম্পর্কে নাকি তৈরি হয়েছে দূরত্ব। কিন্তু বিজয়ার দিনে সিঁদুরখেলার ছবিতে আবারও একসঙ্গে ধরা দিয়ে সেই সব গুজবের অবসান ঘটান এই তারকা দম্পতি। আর এবার নুসরতের নতুন ভিডিওয় যশের দুষ্টু কমেন্ট ফের প্রমাণ করল—তাঁদের মধ্যে এখন সবকিছু একেবারে ঠিকঠাক চলছে।

সম্প্রতি নুসরত তাঁর ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি এক কাপ গরম চকোলেটের কাপে চুমুক দিচ্ছেন। ফিটনেস-ফ্রিক নুসরতের এই দৃশ্য দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “জীবনে অনেক কিছুই ঘটবে, কিন্তু চকোলেট সবকিছু ঠিক করে দেবে।” আর এই পোস্টেই যশের দুষ্টু মন্তব্য—“আরও কিছু চাই নাকি?” মন্তব্যের জবাবে লজ্জায় মুখ ঢেকে ইমোজি দিয়েছেন নুসরত। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই মিষ্টি কথোপকথন।

নুসরত বরাবরই খেতে ভালোবাসেন—এ কথা তাঁর অনুরাগীদের জানা। মিষ্টি, বিরিয়ানি, ফুচকা—সবকিছুতেই তিনি সমান আগ্রহী। শুধু খেতে নয়, রান্নাতেও পারদর্শী তিনি। বিরিয়ানি থেকে শুরু করে মাটন কিংবা কেক-পেস্ট্রি—সবই তৈরি করেন নিখুঁতভাবে। সম্প্রতি যশের জন্মদিনে নুসরত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁদের কিছু অদেখা ছবি, সঙ্গে লিখেছিলেন তাঁর জীবনের ‘হিরো’র জন্য ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা।

নিখিল জৈনের থেকে আলাদা হওয়ার পর বহু বছর ধরেই যশের সঙ্গে জীবন কাটাচ্ছেন নুসরত। তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে। যদিও কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল, তাঁরা নাকি আলাদা থাকছেন। কিন্তু সাম্প্রতিক পোস্ট ও একসঙ্গে থাকা মুহূর্তগুলো সেই সমস্ত গুজবকে উড়িয়ে দিয়েছে।

যশ-নুসরতের সম্পর্ক আজও টলিপাড়ায় অন্যতম আলোচিত এবং অনুপ্রেরণার। তাঁরা যেন বারবার প্রমাণ করে দিচ্ছেন—ভালোবাসা থাকলে কোনও গুজব বা দূরত্বই বাধা হয়ে দাঁড়াতে পারে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top