সন্তানকে আগলে মায়ের ভালোবাসা — হিমশিম খাওয়া ছানাকে ‘সহজ পথ’ দেখাল মা হাতি, ভাইরাল মন ভাল করা ভিডিয়ো

সন্তানকে আগলে মায়ের ভালোবাসা — হিমশিম খাওয়া ছানাকে ‘সহজ পথ’ দেখাল মা হাতি, ভাইরাল মন ভাল করা ভিডিয়ো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – প্রকৃতির কোলে আবারও ধরা পড়ল মায়ের অটুট মমতার এক অনন্য দৃশ্য। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে—জঙ্গলের ঘাসজমি থেকে পাকা রাস্তায় উঠতে হিমশিম খাচ্ছে এক ছোট্ট হস্তীশাবক। দলের অন্য হাতিরা রাস্তায় উঠে গেলেও শাবকটি আর উপরে উঠতে পারছিল না। ঠিক সেই সময়, মা হাতি থেমে গেল সন্তানের জন্য।

ভিডিয়োতে দেখা যায়, মা হাতি ফিরে এসে নিচে নামে, সন্তানের পাশে গিয়ে শুঁড় দিয়ে তাকে আলতো করে ঠেলে তোলে উপরে। পাশে থাকা আরেকটি হাতিও দাঁড়িয়ে থাকে পুরো সময়টা, যেন দলের নিরাপত্তা নিশ্চিত করে। কিছুটা চেষ্টার পর অবশেষে শাবকটি হামাগুড়ি দিয়ে পাকা রাস্তায় উঠতে সক্ষম হয়। মা ও সন্তানের সেই পুনর্মিলনের দৃশ্য মন ছুঁয়ে যায় নেটাগরিকদের।

এই হৃদয়গ্রাহী ভিডিয়োটি শেয়ার করেছেন ভারতীয় বন পরিষেবার আধিকারিক পরভীন কাসওয়ান তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে। যদিও ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি, তবে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।

ভিডিয়ো দেখে এক নেটিজেন লিখেছেন, “সন্তানের জন্য মায়ের ভালোবাসা সীমাহীন—প্রাণী হোক বা মানুষ, মায়ের ভূমিকা একই।” আরেকজনের মন্তব্য, “এই দৃশ্য দেখে চোখে জল এসে গেল, প্রকৃতি সত্যিই আমাদের অনেক কিছু শেখায়।”

এই ভাইরাল ভিডিয়ো আবারও প্রমাণ করল — ভালোবাসা ও মমতার ভাষা একটাই, তা মানুষে হোক বা প্রাণে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top