ব্রিজের দাবিতে জাতীয় সড়ক অবরোধ — বাশের সেতু মরণ ফাঁদে পরিণত

ব্রিজের দাবিতে জাতীয় সড়ক অবরোধ — বাশের সেতু মরণ ফাঁদে পরিণত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ত্রিপুরা – ত্রিপুরার আমবাসা ব্লকের রাইপাশা এলাকায় প্রায় এক হাজার পরিবারের জীবনযাত্রা আজ চরম বিপদের মুখে। বহু বছর আগে এলাকার একমাত্র স্টিলের ব্রিজটি ভেঙে যায়, যার ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। পরে অস্থায়ী সমাধান হিসেবে বাঁশ দিয়ে একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু গত চার মাস ধরে সেই বাঁশের সেতুটি জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে, যা এখন এলাকাবাসীর কাছে মরণ ফাঁদে রূপ নিয়েছে।

এই দুর্গতির প্রতিবাদে শুক্রবার ক্ষুব্ধ গ্রামবাসীরা আমবাসা রাইপাশা এলাকায় আসাম–আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। আমবাসা বেত বাগান এলাকার সিআরপিএফ ক্যাম্পের সামনে সকাল থেকেই শুরু হয় অবরোধ, যার ফলে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ ও পূর্ত দপ্তরের আধিকারিকরা। তারা অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। স্থানীয়দের দাবি ছিল — অবিলম্বে পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু করতে হবে, নইলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

অবশেষে পূর্ত দপ্তরের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা। আপাতত এলাকাবাসীর একটাই দাবি — “আমাদের সন্তানদের জীবন বাঁচাতে বাঁশ নয়, চাই টেকসই পাকা সেতু।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top