দিল্লি – বৃহস্পতিবার ভোররাতে দেশের রাজধানী দিল্লিতে বড়সড় অভিযানে বিহারের কুখ্যাত অপরাধচক্র ‘সিগমা গ্যাং’-এর চার গ্যাংস্টারকে খতম করল দিল্লি ও বিহার পুলিশ। গুলিবিনিময়ের মধ্যেই মৃত্যু হয় চারজনের, নিহতদের মধ্যে গ্যাংয়ের প্রধান রঞ্জন পাঠকও রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ২টা ২০ মিনিট নাগাদ রোহিনির বাহাদুর শাহ মার্গে ড. আম্বেদকর চৌক থেকে পাঁসালি চৌক পর্যন্ত এলাকায় এনকাউন্টারটি ঘটে। পুলিশ যখন গ্যাং সদস্যদের গাড়ি থামাতে যায়, তখন তারা গুলি চালায়। পালটা গুলিতে চারজনই গুরুতর জখম হয় এবং পরে রোহিনির বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে রয়েছেন রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহতো (২৫), মনীশ পাঠক (৩৩) এবং অমন ঠাকুর (২১)। রঞ্জন পাঠক ছিলেন দলের নেতা এবং তাঁর নামে বিহারের বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি ও সংগঠিত অপরাধের একাধিক মামলা ছিল। এমনকি তাঁর গ্রেফতারের জন্য পুলিশ ২৫ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেছিল।
দিল্লি পুলিশ জানিয়েছে, রঞ্জন পাঠক নিয়মিত সোশ্যাল মিডিয়ায় অডিও ও ভিডিও বার্তা পোস্ট করে পুলিশের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিত। সম্প্রতি উদ্ধার হওয়া একটি অডিও ক্লিপে বিহার বিধানসভা ভোটের আগে বড় ষড়যন্ত্রের ইঙ্গিতও মিলেছে।
প্রায় সাত বছর ধরে সক্রিয় ছিল এই ‘সিগমা গ্যাং’। তাদের মূল ঘাঁটি ছিল বিহারের সীতামড়ি ও আশপাশের জেলা। তবে সম্প্রতি পুলিশের নজর এড়াতে তারা দিল্লিতে আশ্রয় নিয়েছিল বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একাধিক দল কয়েকদিন ধরে তাদের গতিবিধি নজরে রাখছিল এবং অবশেষে যৌথ অভিযানে বৃহস্পতিবার ভোরে তাদের খতম করা হয়।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে ফরেনসিক দল। উদ্ধার করা হয় একাধিক অস্ত্র ও মোবাইল ফোন। পুলিশের দাবি, এই অভিযানেই ‘সিগমা গ্যাং’-এর মূল চক্র সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজে অভিযান চলছে।
