কলকাতা – সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল কলকাতায়। শহরের আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেসে আজ সকালে বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে, চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। তবে প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে তাঁদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
দমকলকর্মীরা মাস্ক পরে ও বিশেষ সুরক্ষা সামগ্রী ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।
স্থানীয়দের দাবি, ভোরের দিকে আচমকা ধোঁয়া বের হতে দেখে তাঁরা পুলিশ ও দমকলকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার জন্য এলাকাটি ঘিরে ফেলা হয়েছে।
দমকল সূত্রে জানা গেছে, আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, তবে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। আগুনে কোনো প্রাণহানি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
