বিনোদন – কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর সম্পর্ক নিয়ে প্রথম থেকেই ছিল আলোচনার ঝড়। প্রেম থেকে শুরু করে বিয়ে—সবকিছুতেই তাঁদের নিয়ে চলেছে নানা সমালোচনা ও কটাক্ষ। কিন্তু তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন ও তাঁর স্ত্রী শ্রীময়ী কখনওই এসব নিয়ে মাথা ঘামাননি। নিজেদের মতো করে চুটিয়ে প্রেম করেছেন, আর এখন জমিয়ে সংসার করছেন। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাঁদের সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা আজও তাজা।
সম্প্রতি দশমীর দিনে শ্রীময়ীকে পাশে নিয়ে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন কাঞ্চন। অকপটে বলেন, “বউ কোনওদিন পুরনো হয় না আর পুরনো চাল ভাতে বাড়ে। যে সুন্দর, সে সবসময়ই সুন্দর। আলাদা করে বলার কিছু দরকার নেই।” স্ত্রীর সৌন্দর্য নিয়ে এই মন্তব্যের পাশাপাশি কাঞ্চন বলেন, “মানুষের বাইরের থেকেও ভিতরটা সুন্দর হওয়া খুব দরকার। যে অন্যের জীবনটা সুন্দর করে গড়ে তোলে, সে-ই আসল সুন্দর মানুষ। সেইজন্য শ্রীময়ীকে অনেক ধন্যবাদ।”
গত বছর কালীপুজোর কয়েকদিন পরই কাঞ্চন ও শ্রীময়ীর জীবনে আসে তাঁদের কন্যা কৃষভি। বিয়ের কয়েক মাসের মধ্যেই শ্রীময়ী অন্তঃসত্ত্বা হন, তবে যাতে কোনও অপ্রয়োজনীয় চর্চা না হয়, সেই কারণে গোপনেই রাখা হয়েছিল খবরটি। অক্ষয় তৃতীয়ার দিন কৃষভির মুখ প্রথম প্রকাশ্যে আসে। ছোট্ট মেয়ে দেখতে একেবারে বাবা কাঞ্চনের মতো, এমনটাই বলছেন কাছের মানুষজন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে সারেন কাঞ্চন ও শ্রীময়ী, আর মার্চ মাসে হয় তাঁদের সামাজিক বিয়ে। কাঞ্চনের এটি তৃতীয় বিয়ে হলেও, অতীতের সব কটাক্ষকে উপেক্ষা করে আজ তাঁরা সুখে সংসার করছেন। ভালোবাসা, বোঝাপড়া আর পারস্পরিক শ্রদ্ধা—এই তিনেই গড়ে উঠেছে তাঁদের জীবনের নতুন অধ্যায়।




















