ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীকে নাগাড়ে চড় ও কলার ধরে টেনে নেওয়া — গ্রেটার নয়ডার ঘটনায় ভাইরাল ভিডিয়ো

ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীকে নাগাড়ে চড় ও কলার ধরে টেনে নেওয়া — গ্রেটার নয়ডার ঘটনায় ভাইরাল ভিডিয়ো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভাইরাল – গ্রেটার নয়ডার এক আবাসনে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ফ্ল্যাটের নীচে বসে নিজের কাজ করছিলেন নিরাপত্তারক্ষী রাজকুমার যাদব। হঠাৎই এক মহিলা বাসিন্দা এসে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তর্কের রেশ হাতাহাতিতে গড়িয়ে যায়। দেখা যায়, ওই মহিলা একের পর এক চড় মারছেন নিরাপত্তারক্ষীকে। তারপর তাঁর জামার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছেন আবাসনের বাইরে।

বাইরেও থেমে থাকেননি তিনি—আবাসনের সামনে গিয়েও ফের নিরাপত্তারক্ষীর গালে চড় মারেন ওই মহিলা। এই ঘটনার ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘NCM India Council for Men Affairs’ নামে একটি অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা হয় ভিডিয়োটি। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নেটপাড়ায়, শুরু হয় ব্যাপক সমালোচনা।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার স্থান উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা। নিরাপত্তারক্ষী রাজকুমার যাদব জানিয়েছেন, মহিলা সেই ফ্ল্যাটেরই বাসিন্দা। কিন্তু কোনও কারণ ছাড়াই তিনি আচমকা এসে তাঁকে মারধর করতে শুরু করেন। পরে রাজকুমার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, “যদি একজন পুরুষ এমনটা করত, তা হলে এতক্ষণে তাঁকে গ্রেফতার করা হত।” অন্যদিকে, কেউ কেউ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top