মালদা – ভাইফোঁটার দিনেও থেমে থাকেনি ভালোবাসা ও সৌভ্রাতৃত্বের বন্ধন। মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সকালে ছুটে গেলেন শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর কাছে। ভাইফোঁটার শুভক্ষণে হাসপাতালের শয্যায় বসেই সাংসদের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন শ্রীরূপা।
রাজনৈতিক মঞ্চে একসঙ্গে লড়াই করা এই দুই নেতা-নেত্রীর মানবিক এই মুহূর্ত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইফোঁটার সকালে হাসপাতাল চত্বরে বন্দী এই ছোট অথচ আবেগঘন দৃশ্যটি ভাইরাল হওয়ার পর বহু মানুষ তাঁদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
শ্রীরূপা জানিয়েছেন, “ভাইফোঁটার এই পবিত্র দিনে আমি চাই খগেনদা দ্রুত সুস্থ হয়ে উঠুন। তিনি আমাদের পরিবারেরই একজন।” অপরদিকে, হাসপাতালে থাকা সাংসদও হাসিমুখে গ্রহণ করেন বোনের দেওয়া সেই শুভেচ্ছা ও আশীর্বাদ।
এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল—ভাইফোঁটার অর্থ শুধু রীতি নয়, এটি সম্পর্কের টান, মমতা আর মানবিকতার প্রতীক।




















