দিল্লি – দিল্লি হাইকোর্ট সম্প্রতি এক কিশোরীকে বারংবার ধর্ষণের অভিযোগে অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করে কড়া মন্তব্য করেছেন। বিচারপতি স্বর্ণকান্ত শর্মা বলেন, বন্ধুত্ব বা পূর্ব পরিচিতি কোনওভাবেই অভিযুক্তকে ধর্ষণ বা যৌন নির্যাতন থেকে মুক্তি দেবে না।
ন্যায়াধীশ আরও বলেন, লজ্জা বা ভয়ের কারণে মামলার দেরিতে এফআইআর হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এ ধরনের পরিস্থিতি অভিযুক্তের পক্ষে কোনও ছাড়ের কারণ হতে পারে না। আদালত এই ধরনের মামলায় ভিকটিমের নিরাপত্তা এবং সঠিক বিচার নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
এই রায়ের মাধ্যমে আদালত স্পষ্ট বার্তা দিয়েছে যে, বন্ধুত্ব বা পূর্ব পরিচিতি কোনোভাবেই যৌন নির্যাতনের জন্য এক বাহানার মতো ব্যবহার হতে পারবে না।

















