অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশের মুখে ভারত, ফিল্ডিং ব্যর্থতাকেই দায়ী করলেন অধিনায়ক শুভমান গিল

অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশের মুখে ভারত, ফিল্ডিং ব্যর্থতাকেই দায়ী করলেন অধিনায়ক শুভমান গিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হলো শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। বৃহস্পতিবার অ্যাডিলেডেও হারের মুখে পড়তে হলো ভারতকে। সিরিজ হারের পর স্পষ্ট ভাষায় দলের ফিল্ডিংকেই দায়ী করলেন ভারত অধিনায়ক শুভমান গিল। তাঁর মতে, ২৬৪ রান ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ মিস করায় জয় হাতছাড়া হয়েছে।

ম্যাচ শেষে গিল বলেন, “রান আমাদের পক্ষে যথেষ্টই ছিল। কিন্তু যখন ক্যাচ ছাড়া হয়, তখন এই ধরনের স্কোর রক্ষা করা কঠিন হয়ে পড়ে। বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে উইকেটও সহজ হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসের ১০-১৫ ওভার পর থেকেই বল ব্যাটে আসছিল।”

যদিও গিল কারও নাম সরাসরি উল্লেখ করেননি, তাঁর মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল ফিল্ডারদের ভুলের দিকেই। ম্যাথু শর্ট দুইবার জীবন ফিরে পান—একবার অক্ষর প্যাটেল ক্যাচ মিস করায়, আরেকবার মহম্মদ সিরাজের ভুলে। এছাড়া নীতীশ কুমার রেড্ডি ট্রাভিস হেডের ক্যাচ ছাড়েন। বিশেষ করে শর্টের ক্যাচ ফেলে দেওয়াটাই ম্যাচের গতিপথ বদলে দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

অধিনায়ক হিসেবে শুভমান গিলের ওয়ানডে সূচনা আশানুরূপ হলো না। সম্প্রতি গৌতম গম্ভীরের কোচিংয়ে তরুণ দল নিয়ে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করেছিল এবং সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়নও হয়। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিজ্ঞ রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রত্যাবর্তনের পরও ফলাফল সুখকর হলো না—উল্টে সিরিজ হেরে ফিরতে হচ্ছে ভারতকে।

অ্যাডিলেড ম্যাচে রোহিত শর্মা কিছুটা লড়লেও বিরাট কোহলি ব্যর্থ হয়ে শূন্য রানে ফিরে যান। টানা দুই ম্যাচেই ব্যর্থতা কেরিয়ারের শেষ পর্ব নিয়ে প্রশ্ন তুলছে ক্রিকেটমহলে। অন্যদিকে রোহিত কিছুটা স্বস্তি পেলেও দুজনের কেউই এখনও ওয়ানডে দলে স্থায়ীভাবে জায়গা নিশ্চিত করতে পারেননি।

অস্ট্রেলিয়ায় এই সিরিজ হার ভারতের জন্য বড় ধাক্কা। বিশেষত তরুণ অধিনায়ক গিলের নেতৃত্বে নতুন সূচনা করতে চাওয়া দলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ—ফিল্ডিং ও আত্মবিশ্বাস ফিরে পাওয়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top