অজয় নদের তীরে ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, চাঞ্চল্যে লাউদহ অঞ্চল

অজয় নদের তীরে ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, চাঞ্চল্যে লাউদহ অঞ্চল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বীরভূম – নানুরের লাউদহ সংলগ্ন অজয় নদের তীরে ফের উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা। বুধবার সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিস্ফোরণের কম্পনে কেঁপে উঠেছিল গোটা লাউদহ এলাকা। আর তার পরদিন, বৃহস্পতিবার সন্ধ্যায়, জেলেদের জালে উঠে আসে আরও একটি একই ধরনের বোমা। আগের বিস্ফোরণের স্থান থেকে মাত্র ৫০০ মিটার দূরে এই দ্বিতীয় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদী তীরবর্তী গ্রামগুলিতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমাটি। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। তারা সঙ্গে সঙ্গে বোমাটিকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে। এলাকায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনীও, যাতে কেউ নিষিদ্ধ জায়গায় প্রবেশ না করে। প্রশাসন সূত্রে জানা গেছে, সেনাবাহিনীকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে এবং পুলিশ সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

প্রসঙ্গত, বুধবারের নিয়ন্ত্রিত বিস্ফোরণের অভিঘাতে অজয় নদের তীরে বিশাল গর্ত তৈরি হয়েছিল। সেই কম্পনের আতঙ্ক এখনও কাটেনি স্থানীয়দের মনে। নতুন করে আরও একটি বোমা উদ্ধারের খবরে মানুষের আতঙ্ক বেড়েছে বহুগুণে। এলাকাবাসীরা জানিয়েছেন, একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় রাতে ঘুমোতেও পারছেন না তাঁরা। তাঁদের একমাত্র অনুরোধ— যত দ্রুত সম্ভব বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হোক, যাতে কোনও বিপদ না ঘটে।

অজয় নদ ঘেঁষা লাউদহ অঞ্চলে এখন অজানা আশঙ্কার ছায়া নেমে এসেছে। বিস্ফোরণের শব্দ মিলিয়ে গেলেও ভয়ের কম্পন এখনও রয়ে গেছে মানুষের মনে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top