দিল্লি – উত্তরপ্রদেশের আগ্রায় ঘটল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। মধ্যরাতে প্রবল গতিতে ছুটে চলা একটি এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহভাবে দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, এবং গুরুতরভাবে আহত হয়েছেন আরও তিনজন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়িটি প্রবল গতিতে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন, তখনই দেখেন গাড়িটি সরাসরি গিয়ে একটি পাঁচিলে ধাক্কা মারে। প্রবল শব্দে কেঁপে ওঠে আশপাশ। তিনি আরও জানান, “আমরা ছুটে গিয়ে গাড়ির ভিতরে আটকে থাকা মানুষদের বের করার চেষ্টা করি। কয়েকজনের অবস্থা খুবই খারাপ ছিল, সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুতগামী ওই এসইউভিটি প্রথমে একটি বাইককে ধাক্কা মারে। তারপর ডিভাইডারে গিয়ে আছড়ে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পাঁচিলে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। জানলার কাচ গুঁড়ো হয়ে গিয়েছে, গাড়ির হেডলাইট ও অন্যান্য যন্ত্রাংশ ছিটকে পড়ে চারপাশে ছড়িয়ে যায়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা চালককে গাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাঁকে উদ্ধার করে এবং আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক হয়তো মদ্যপ অবস্থায় ছিলেন। তবে তা নিশ্চিত হতে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।




















