খেলা – সিডনিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। আগের দুই ম্যাচের মতো এবারও টসে জিতেছে অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে এবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অজি দল। সিরিজ ইতিমধ্যেই নিজেদের দখলে নিয়েছে অস্ট্রেলিয়া, ফলে তৃতীয় ম্যাচটি ভারতের জন্য মর্যাদা রক্ষার লড়াই।
অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছেন মিচেল মার্শ ও ট্রেভিস হেড। দু’জনেই শুরুটা অত্যন্ত সতর্কভাবে করছেন। প্রথম তিন ওভারে কোনও ঝুঁকি না নিয়ে, উইকেট অক্ষুণ্ণ রাখার কৌশল নিয়েছেন তাঁরা। চতুর্থ ওভার থেকে ধীরে ধীরে হাত খুলতে শুরু করেছেন দুই ওপেনার। ভারতীয় পেসারদের মাপজোখ করে খেলার চেষ্টা করছেন মার্শ ও হেড, যাতে মাঝের ওভারে সহজে রান তোলা যায়।
প্রথম দুই ম্যাচেই টসে হেরে প্রথমে ব্যাটিং করেছিল ভারত। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে খেলা কিছুটা ব্যাহত হলেও দ্বিতীয় ম্যাচে আবহাওয়া পরিষ্কার ছিল। তবে দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া, যার ফলে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে তাদের। এবার তৃতীয় ম্যাচে আবারও টসে হার শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতের। ফলে সিডনিতে ভারতকে প্রথমে বল করতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া।
এই ম্যাচে ভারতের একাদশে হয়েছে দুটি পরিবর্তন। আগের দুই ম্যাচের দলে পরিবর্তন না আনলেও সিডনির এই ম্যাচে বাদ পড়েছেন অর্শদীপ সিং ও নীতিশ রেড্ডি। তাঁদের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ। স্পিন ও পেস— দুই দিক থেকেই ভারসাম্য রাখতে চাইছে ভারতীয় দল।




















