মালদা – মালদা জেলার গাজোলের পান্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার পার্কে শুরু হয়েছে বার্ষিক পাখি শুমারি। এপ্রিল-মে মাসের পর থেকেই এখানে ভিড় জমাতে শুরু করে শামখোলসহ নানা প্রজাতির দেশি-বিদেশি পরিযায়ী পাখি। প্রতি বছরই এই সময়ে বনদপ্তর পক্ষ থেকে পাখিদের গণনা করা হয়, যা আগামী বছরের পাখি সংরক্ষণ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আদিনা ফরেস্ট রেঞ্জ সূত্রে জানা গেছে, সকাল থেকেই বনকর্মীরা পার্কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে পাখি গণনার কাজে ব্যস্ত ছিলেন। শুধু পাখির সংখ্যা নয়— কোন গাছে কতটি বাসা, কোন বাসায় বাচ্চা আছে, এমনকি গাছের ব্যাসার্ধ কত— প্রতিটি তথ্যই খুঁটিনাটি ভাবে নথিভুক্ত করা হচ্ছে। এতে পার্কের ইকোসিস্টেম ও পাখিদের প্রজনন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়।
বনদপ্তর জানিয়েছে, গত বছর প্রায় ১৪ হাজার পাখি গণনা করা হয়েছিল। এবছর সেই সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে—সম্ভাব্য সংখ্যা প্রায় ১৬ হাজার পর্যন্ত পৌঁছাতে পারে। ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত থেকে আট হাজার পাখির গণনা সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষের আশা, এই বছর আদিনা ডিয়ার পার্কে আগের তুলনায় আরও বেশি পরিযায়ী পাখির আগমন ঘটবে।




















