ভাইরাল – রেলযাত্রায় আসন না পেলে যাত্রীরা কখনও দড়ি বেঁধে, কখনও চাদর ঝুলিয়ে যেভাবে নিজের মতো করে ব্যবস্থা করে নেন, তা নতুন কিছু নয়। তবে এবার যা ঘটল, তা দেখে চমকে গিয়েছেন নেটাগরিকেরা। এক যাত্রী রেলের শৌচাগারকেই নিজের শোয়ার ঘরে পরিণত করেছেন! এই অদ্ভুত কাণ্ডের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে।
ইনস্টাগ্রামে এক বিষয়স্রষ্টা ওই ভিডিয়োটি শেয়ার করেন। সেখানে দেখা যায়, এক যাত্রী ট্রেনের শৌচাগারের ভেতরে দিব্যি আরামে শুয়ে আছেন। তাঁর চারপাশে ভ্রমণের প্রয়োজনীয় জিনিসপত্রও গুছিয়ে রাখা। এমনকি জানলার পাশে একটি ভাঁজ করা বিছানাও বেঁধে রেখেছেন তিনি। সরকারি সম্পত্তির ভেতরেই নিজের মতো করে যেন তৈরি করে ফেলেছেন একটি ছোট ‘কেবিন’।
ভিডিয়োতে বিষয়স্রষ্টা বিশালকে শোনা যায় বলতে, “ভাই, শৌচাগারকেই শোয়ার ঘর বানিয়ে ফেলেছেন!” এরপর তিনি ওই যাত্রীকে প্রশ্ন করেন, “এগুলো কি আপনার ঘরের জিনিসপত্র?” যাত্রী তাতে নির্বিকারভাবে অস্পষ্ট কিছু বলেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে থাকেন।
প্রকাশের পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় ভিডিয়োটি। ইতিমধ্যেই ৭ লক্ষ ৮০ হাজারেরও বেশি মানুষ দেখেছেন সেই ক্লিপ। কেউ কেউ এই ঘটনায় হাস্যরস খুঁজে পেয়েছেন, কেউ আবার ক্ষোভ প্রকাশ করেছেন। জনস্বাস্থ্যবিধি লঙ্ঘন ও রেলসুবিধার অপব্যবহার নিয়েও উদ্বেগ জানিয়েছেন অনেকে। এক নেটাগরিকের মন্তব্য, “অন্যেরা যেখানে দাঁড়াতে জায়গা পাচ্ছেন না, সেখানে ইনি রেলযাত্রার আসল মজা নিচ্ছেন!”
এই ঘটনাটি যেমন সামাজিক মাধ্যমকে বিনোদন দিয়েছে, তেমনি প্রশ্ন তুলেছে—রেলযাত্রার শৃঙ্খলা ও সচেতনতার জায়গায় আমরা কতটা দায়বদ্ধ?




















