ভাইরাল – অবধ-অসম এক্সপ্রেস ট্রেনে নরকযন্ত্রণা! তিলধারণের জায়গা নেই, যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে, না খেয়ে, না পান করে, এমনকি প্রস্রাব চেপে সফর করছেন—এমনই ভয়াবহ চিত্র সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার এক ভাইরাল ভিডিওতে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রেনের একটি কামরায় অতিরিক্ত ভিড়ের কারণে বহু যাত্রী প্রায় ২৪ ঘণ্টা ধরে না খেয়ে ও না পান করে যাত্রা করেছেন। ভিড় এতটাই ছিল যে, কেউ নড়াচড়াও করতে পারছিলেন না, শৌচালয়ে যাওয়াও অসম্ভব হয়ে পড়েছিল। ফলে যাত্রীদের অনেকেই বাধ্য হয়ে প্রস্রাব চেপে সফর করেন। ট্রেনটি যখন লখনউয়ের চারবাগ স্টেশনে পৌঁছোয়, তখন সাংবাদিকেরা যাত্রীদের সঙ্গে কথা বললে এই ভয়াবহ চিত্র প্রকাশ্যে আসে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, এক সাংবাদিক অবধ-অসম এক্সপ্রেসের এক যাত্রীর সঙ্গে কথা বলছেন। ওই যাত্রী জানান, তিনি রাজস্থান থেকে আসছেন এবং ২৪ ঘণ্টা ধরে এই অবস্থায় যাত্রা করছেন। কামরায় এতটা ভিড় যে, তিনি নড়তেও পারছেন না। এমনকি ভয়ে জলও খাচ্ছেন না। অন্য এক যাত্রীও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
ভিডিওটি ‘পীযূষ রাই’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় তিন লক্ষ মানুষ এটি দেখেছেন। নেটাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে—অনেকে মন্তব্য করেছেন মজার ছলে, আবার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, “১২ হাজার বিশেষ ট্রেন চালানোর দাবি করা হচ্ছে, অথচ যাত্রীদের অবস্থা করুণ! মানুষ ভয়ে জল খেতে পারছেন না।” অন্য একজন মন্তব্য করেছেন, “এ সব দেখলেই ট্রেনে উঠতে ভয় লাগে।”
উল্লেখ্য, অবধ-অসম এক্সপ্রেস উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা পরিচালিত একটি দীর্ঘপথের ট্রেন, যা অসমের ডিব্রুগড় থেকে রাজস্থানের বিকানের জেলার লালগড় পর্যন্ত যাতায়াত করে। প্রায়ই নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে পৌঁছানো ও অতিরিক্ত যাত্রীচাপের কারণে এই ট্রেনে ভিড়ের চিত্র নিত্যদিনের ঘটনা।



















