দিল্লি – দেশের পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব করলেন বর্তমান প্রধান বিচারপতি বিআর গবাই। সোমবার তিনি সেই মর্মে কেন্দ্রীয় আইন মন্ত্রকের উদ্দেশে আনুষ্ঠানিকভাবে একটি সুপারিশপত্র পাঠিয়েছেন। আগামী ২৩ নভেম্বর অবসর নিচ্ছেন বিচারপতি গবাই। তাঁর অবসরগ্রহণের আগে থেকেই নতুন প্রধান বিচারপতির নাম নিয়ে জল্পনা চলছিল সুপ্রিম কোর্টের অন্দরে। অবশেষে সেই জল্পনার ইতি টেনে তিনি উত্তরসূরি হিসেবে বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করেছেন।
প্রচলিত নিয়ম অনুযায়ী, দেশের প্রধান বিচারপতি সাধারণত সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতির নামই তাঁর উত্তরসূরি হিসেবে সুপারিশ করেন। বর্তমানে প্রধান বিচারপতি বিআর গবাইয়ের বয়স ৬৪ বছর, আর তাঁর পরেই বয়সের নিরিখে সবচেয়ে সিনিয়র বিচারপতি সূর্য কান্ত, যার বয়স ৬৩। ফলে নিয়ম মেনেই তাঁকেই পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে মনোনীত করেছেন গবাই।
আইন মন্ত্রকে পাঠানো সুপারিশ অনুযায়ী, সব কিছু নির্ধারিত সময়সূচি মেনে হলে আগামী ২৪ নভেম্বর বিচারপতি সূর্য কান্ত দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান বয়স অনুযায়ী, তিনি প্রায় এক বছর দায়িত্বে থাকবেন এবং ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি অবসর নেবেন।
বিচারপতি সূর্য কান্ত সুপ্রিম কোর্টে দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি পরিচালনা করেছেন এবং দিয়েছেন নজিরবিহীন রায়। সম্প্রতি তিনি নেতৃত্ব দিচ্ছেন ভোটার তালিকার বিশেষ সার্ভে বা এসআইআর (Special Summary Revision) সংক্রান্ত মামলাগুলির শুনানিতে। এমনকি, নির্বাচন কমিশনের আপত্তি সত্ত্বেও আধার কার্ডকে ১২ নম্বর নথি হিসেবে অন্তর্ভুক্তির নির্দেশও তাঁর বেঞ্চ থেকেই জারি হয়।
দেশের বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায়বোধের পক্ষে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে বারবার। তাই বিচারপতি সূর্য কান্তের প্রধান বিচারপতি পদে মনোনয়নকে স্বাগত জানিয়েছে আইন মহলের একটি বড় অংশ।



















