বিনোদন – টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত অনেকদিন ধরেই নিরামিষভোজী। পশুপ্রেমী হিসেবে তাঁর অবস্থান বরাবরই স্পষ্ট, তবে এবার এক পডকাস্টে এসে জানালেন কেন তিনি সম্পূর্ণভাবে আমিষ খাবার ছেড়েছেন। দেবলীনার কথায়, ‘আমার কাছে প্রাণীদের চোখের ভাষা এক। একটা ছাগল, একটা মুরগি বা আমার পোষ্য — সকলের চোখে একই রকম আবেগ দেখি। তাই ওদের ওপর অত্যাচারের প্রতিবাদ করি, অথচ নিজে ওদের খেতে পারি না।’
তিনি আরও বলেন, ‘আমিষ খাওয়া মানে সেই প্রাণীর ভয়, আতঙ্ক, কান্না — সবটুকু খাওয়া। তাই আমিষ খাবার আমার পক্ষে আর সম্ভব নয়।’ অভিনেত্রীর এই সংবেদনশীল ব্যাখ্যা নেটমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
প্রসঙ্গত, কয়েক বছর আগে গরুর মাংস রান্না নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দেবলীনা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নিরামিষভোজী হলেও প্রয়োজনে গরুর মাংস রান্না করে দিতে পারেন, কারণ তাঁর মতে খাদ্যাভ্যাসের সঙ্গে ধর্মকে মিলিয়ে দেখা ঠিক নয়।
অভিনয় জীবনের পাশাপাশি দেবলীনা সমাজসচেতন নাগরিক হিসেবেও পরিচিত। আরজি কর হাসপাতাল কাণ্ডে তাঁর প্রতিবাদ মুখর হয়েছিল রাস্তায়। পাশাপাশি রাস্তার অবলা প্রাণীদের জন্য তাঁর যত্ন ও ভালোবাসা বারবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। নিজের পোষ্যদের মতোই রাস্তার প্রাণীদেরও তিনি স্নেহ করেন। দেবলীনার কথায়, “আমি পশুপ্রেমী নই, আমি প্রাণীপ্রেমী।”



















