বাঁকুড়া – বাঁকুড়ার বিষ্ণুপুরে রাস্তার ধারে মৃত অবস্থায় চিতাবাঘ পড়ে থাকতে দেখে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে বাঁকাদহ–জয়রামবাটি রোডে প্রাণীটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের আধিকারিকরা এবং মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।
বনদপ্তর সূত্রে প্রাথমিক অনুমান, দ্রুত গতিতে আসা কোনও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই চিতাবাঘটির। তবে কীভাবে বিষ্ণুপুরের ওই এলাকায় এসে পড়ল এই বন্যপ্রাণী, তা নিয়েই এখন চিন্তিত বনকর্মীরা। আশপাশে কোনও বনাঞ্চল না থাকায় এই ঘটনার রহস্য আরও ঘনীভূত হয়েছে।
বনদপ্তরের এক আধিকারিক জানান, “চিতাবাঘটি সম্ভবত আশেপাশের জঙ্গল থেকে খাবারের সন্ধানে বেরিয়েছিল এবং রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়।” তবে কোনও অন্য কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অনেকেই আশঙ্কা করছেন, আশেপাশে আরও বন্যপ্রাণী ঘুরে বেড়াতে পারে। বনদপ্তর এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং রাতের বেলা একা বাইরে না বেরোনোর নির্দেশ জারি করেছে ।




















