‘ডাইনি’ রূপে সামনে এলেন পার্নো মিত্র! চমকে গেলেন নেটিজেনরা

‘ডাইনি’ রূপে সামনে এলেন পার্নো মিত্র! চমকে গেলেন নেটিজেনরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – হ্যালোইনের মরসুমে যখন তারকারা একে একে ভয়ঙ্কর সাজে সেজে উঠছেন, তখন টলিউড অভিনেত্রী পার্নো মিত্রও হাজির হলেন একেবারে নতুন রূপে — ‘ডাইনি’ সেজে! সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তাঁর কিছু ছবি দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা। অনেকে ভেবেছিলেন, এটি তাঁর হ্যালোইন পার্টির লুক। তবে পরে জানা যায়, এটি আসলে তাঁর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ভোগ’-এর ডামরি চরিত্রের লুক, যা বিশেষ দিনে আবারও সামনে এনেছেন অভিনেত্রী।

গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে হ্যালোইন পালিত হচ্ছে জমজমাটভাবে। ইউরোপ ও আমেরিকা থেকে শুরু করে এখন ভারতেও এই উৎসব বেশ জনপ্রিয়। প্রতি বছর ৩১ অক্টোবর এই দিনটি পালিত হয়। ভৌতিক সাজ, মুখোশ, আর ফ্যান্টাসি চরিত্রে সাজা — এই উৎসবেরই মূল আকর্ষণ। এ বছরও সেই ট্রেন্ডে যোগ দিলেন পার্নো মিত্র।

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় পার্নো প্রায়ই তাঁর জীবনের নানান মুহূর্তের ছবি ভাগ করে নেন — কখনও ছুটির দিন, কখনও বোল্ড ফটোশ্যুটের ঝলক। তবে এইবার তাঁর ‘ডাইনি’ রূপই নজর কেড়েছে সবার। অভিনয়ের ক্ষেত্রেও বেছে বেছে কাজ করছেন পার্নো। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘অঙ্ক কি কঠিন’ ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top