বীরভূম – বীরভূমের সিউড়ির চন্দ্রাবতী উচ্চ বিদ্যালয়ের ছাত্র তপোব্রত দাস উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারে রাজ্যের দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়েছে পরিবার ও বিদ্যালয়ে। তপোব্রত জানিয়েছে, ভালো ফলের আশা ছিল, তবে রাজ্যের দ্বিতীয় হব — তা ভাবেনি কখনও।
ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তার। প্রতিটি বিষয়ে আলাদা গৃহশিক্ষকের কাছ থেকে নিয়মিত পড়াশোনা করেছে সে, পাশাপাশি বাড়িতে প্রায় চার ঘণ্টা করে অধ্যয়ন করত। পড়াশোনার ফাঁকে ভালো লাগে ছবি আঁকতে। তপোব্রতের বাবা পেশায় শিক্ষক এবং মা একজন নার্স। ছেলের এই কৃতিত্বে গর্বে উজ্জ্বল সিউড়ি তথা গোটা বীরভূম।




















