উত্তরবঙ্গ – আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গতকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, বিশেষত ডুয়ার্স, মিরিক ও জলঢাকা নদী সংলগ্ন অঞ্চলে নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দুই দিনের অবিরাম বৃষ্টিতে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে বানভাসি এলাকাগুলিতে।
আবহাওয়া দপ্তর এবং জেলা প্রশাসনের তরফে আগেই লাল এলার্ট জারি করা হয়েছিল সম্ভাব্য বন্যাপ্রবণ এলাকায়। ফলে প্রশাসনের তরফে নদীবাঁধ ও বিপদজনক অঞ্চলগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। তবু চিন্তার ভাঁজ গভীর হচ্ছে বাসিন্দাদের কপালে, কারণ বৃষ্টি এভাবে অব্যাহত থাকলে উত্তরবঙ্গে ফের বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




















