বিনোদন – নভেম্বর মানেই শাহরুখ খানের মাস — আর ২ নভেম্বর যেন উৎসবে মেতে ওঠে গোটা বলিউড ও তাঁর অনুরাগীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই বলিউড সুপারস্টারের জন্মদিন প্রতি বছর পরিণত হয় মুম্বইয়ের মন্নতের সামনে এক বর্ণময় মহোৎসবে। হাজার হাজার ভক্ত রাতভর অপেক্ষা করেন কিং খানের এক ঝলক দেখার আশায়। কিন্তু চলতি বছর সেই চেনা দৃশ্য দেখা যাবে না — কারণ চলছে মন্নতের বড়সড় সংস্কারের কাজ। ফলে শাহরুখ রয়েছেন অন্যত্র, আর মন্নতের সামনে এবারের জন্মদিনে নাও দেখা যেতে পারে সেই পরিচিত ‘ব্যালকনি স্যালুট’।
আরব সাগরের তীরে দাঁড়ানো শাহরুখের ‘মন্নত’ শুধু একটি বাড়ি নয়, মুম্বইয়ের অন্যতম আকর্ষণও বটে। প্রতিদিন অগণিত মানুষ সেখানে পৌঁছন শুধুমাত্র একবার কিং খানের বাড়ি দেখতে। কিন্তু এবারের জন্মদিনে সেই বাড়িতেই হচ্ছে মেরামতির কাজ। তাই খান পরিবার আপাতত সপরিবারে উঠে গিয়েছেন পালি হিলসের এক ভাড়া করা বাংলোতে — যা একসময় আম্বানিদের মালিকানাধীন ছিল।
এই সময়ে শাহরুখের ‘#AskSRK’ সেশনে এক ভক্ত টুইট করে লেখেন, “স্যার, আপনার জন্মদিন উদযাপন করতে মুম্বই এসেছি, কিন্তু হোটেলে রুম পাচ্ছি না। মন্নতে একটু থাকার জায়গা হবে?” উত্তরে ‘পাঠান’ রসিক ভঙ্গিতে জবাব দেন, “মন্নতে তো আমার নিজেরই থাকার জায়গা নেই আজকাল। ভাড়ায় থাকছি আজকাল!” মুহূর্তেই ভাইরাল হয় সেই উত্তর, প্রশংসায় ভরে যায় সোশ্যাল মিডিয়া।
যদিও এবার হয়তো ভক্তরা শাহরুখকে মন্নতের ব্যালকনিতে দেখতে পাবেন না, তবে কিং খানের রসবোধ আর অনুরাগীদের প্রতি ভালবাসা আগের মতোই অটুট। তাঁর জন্মদিনকে কেন্দ্র করে ভক্তরা ইতিমধ্যেই অনলাইনে ট্রেন্ড শুরু করেছেন — “#HappyBirthdaySRK”, “#KingKhanForever” এবং “#MannatMoments”।




















