দেব–কুণাল হাত মেলালেন, ঘোষণা করলেন “যুদ্ধবিরতি” — মঞ্চে মন্ত্রী অরূপ বিশ্বাস

দেব–কুণাল হাত মেলালেন, ঘোষণা করলেন “যুদ্ধবিরতি” — মঞ্চে মন্ত্রী অরূপ বিশ্বাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভারত–পাকিস্তানের মতো নয়, এবার যুদ্ধবিরতি ঘোষণা হল টলিউডে! শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে ফেডারেশনের বিজয়া সম্মিলনীতে মঞ্চে তৈরি হল এক বন্ধুত্বের মুহূর্ত। স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল সাংসদ দেব এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বহুদিনের মনোমালিন্যের অবসান ঘটিয়ে এদিন অরূপ বিশ্বাস নিজেই দুই তারকার হাত ধরে ঘোষণা করেন — “যুদ্ধবিরতি হয়ে গেল।”

মুহূর্তটি রঙ্গমঞ্চে আনন্দের আবহে পরিণত হয়। দেব রসিক ভঙ্গিতে বলেন, “আমার পেছনে আর কতদিন লাগবে কুণালদা?” কুণালও হাসতে হাসতে জবাব দেন, “আরেঃ পেছনে লাগতে গেলে তো একটা গুরুত্বপূর্ণ পেছন চাই!” সেই হাসি-ঠাট্টার মধ্যেই টলিউডের দুই মুখ্য ব্যক্তিত্বের মধ্যে গলদ মিটে যায়, আর উপস্থিত অতিথিরা করতালিতে ভরে তোলেন মঞ্চ।

এরপর মন্ত্রী অরূপ বিশ্বাস কুণাল ঘোষের চলচ্চিত্র জগতে পদার্পণের কথা ঘোষণা করেন। তিনি বলেন, “কুণাল ঘোষ এখন সিনেমা করছেন, তাই ইন্ডাস্ট্রির তরফ থেকে ওঁকে ফুল দিয়ে স্বাগত জানাবে দেব।” নির্দেশ মতোই দেব পুষ্পস্তবক দিয়ে কুণালকে শুভেচ্ছা জানান। পরস্পরের প্রশংসায় ভরিয়ে তোলেন মঞ্চ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপারস্টার জিৎ, প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, জিনিয়া, ইন্দ্রদীপ দাসগুপ্ত, হরনাথ চক্রবর্তী, অতনু রায়চৌধুরী, নীলরতন দত্ত প্রমুখ। ফেডারেশনের পক্ষ থেকে এদিন কলাকুশলীদের স্বার্থে একাধিক নতুন পদক্ষেপের ঘোষণাও করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top