হাওড়া – আবারও ৮ ঘণ্টার জন্য বন্ধ থাকতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, সেতুর কেবল ও বিয়ারিং-এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার, ২ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়ে সেতু দিয়ে কোনও গাড়ি চলাচল করতে পারবে না বলে পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুটের ব্যবস্থাও করা হয়েছে। কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী পণ্যবাহী গাড়ি নিবেদিতা সেতু ব্যবহার করবে। যাত্রীবাহী গাড়িগুলিকে কলকাতার দিকে যাওয়ার জন্য নিবেদিতা সেতু ও হাওড়া ব্রিজ দিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে হাওড়া ব্রিজ ব্যবহার করবে গাড়িগুলি। সেগুলি জিটি রোড ও আন্দুল রোড দিয়ে চলাচল করবে। হাওড়ার দিক থেকে কোলাঘাটগামী পণ্যবাহী গাড়িগুলিকে আন্দুল রোড হয়ে আলমপুর মোড় দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।



















