বিষ্ণুপুরে গ্যাস লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, জখম এএসআই সহ দুই আত্মীয়

বিষ্ণুপুরে গ্যাস লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, জখম এএসআই সহ দুই আত্মীয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বাঁকুড়া – বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের আকুঞ্জিডাঙ্গা এলাকায় রান্নার গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন কলকাতা পুলিশের এক এএসআই সঞ্জয় কুন্ডু, তাঁর শাশুড়ি সবিতা পাল ও ভাসুর অবসরপ্রাপ্ত সেনাকর্মী জগন্নাথ পাল। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত তিনজনকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজের বাড়িতে রান্না করছিলেন সবিতা পাল। এসময় গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাওয়ায় নতুন সিলিন্ডার জোড়া দিতে গিয়ে লিক হয়ে যায় গ্যাস। সেই কাজে তাঁকে সাহায্য করছিলেন জগন্নাথ পাল ও সঞ্জয় কুন্ডু। ঠিক সেই সময় লাইটার জ্বালাতেই মুহূর্তে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা রান্নাঘরে। আগুনে মুহূর্তে পুড়ে যায় রান্নাঘরের সমস্ত আসবাব ও জিনিসপত্র।

প্রতিবেশীরা চিৎকার শুনে দমকল ও পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর দগ্ধ তিনজনকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, পুরপ্রধান গৌতম গোস্বামী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top