মুখ্যমন্ত্রী – বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রুপোলি পর্দার এই সুপারস্টারের জন্মদিন রবিবার, ২ নভেম্বর। জন্মদিনের ঠিক আগমুহূর্তে, রাত ১২টার এক মিনিট আগে এক্স হ্যান্ডলে (X) পোস্ট করে নিজের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার অনবদ্য প্রতিভা এবং করিশ্মা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে যাও।”
শাহরুখ খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বরাবরই সৌহার্দ্যপূর্ণ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাঁদের বন্ধুত্বপূর্ণ উপস্থিতি বহুবারই আলোচনার কেন্দ্রে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও শাহরুখের প্রশংসা করে থাকেন।




















