আসানসোল – দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগতে থাকা গ্রামবাসীদের ক্ষোভ রবিবার ফেটে পড়ল রাস্তায়। আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত কুনুস্তরিয়া মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা। অভিযোগ, কয়েক মাস ধরেই এলাকায় পর্যাপ্ত পরিমাণে পানীয় জল মিলছে না। বারবার স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা।
অবশেষে জল সমস্যার প্রতিবাদে এদিন সকাল থেকেই পথ অবরোধে নামেন তাঁরা। দীর্ঘক্ষণ সড়ক অবরোধের জেরে যান চলাচলে ব্যাঘাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে কিছুক্ষণের মধ্যেই অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।




















