জঙ্গলের রাস্তায় লেপার্ডের দেহ উদ্ধারে আতঙ্ক, সতর্ক বন দফতর — টহল ও মাইক প্রচার শুরু, বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা রুজু

জঙ্গলের রাস্তায় লেপার্ডের দেহ উদ্ধারে আতঙ্ক, সতর্ক বন দফতর — টহল ও মাইক প্রচার শুরু, বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা রুজু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বাঁকুড়া – বাঁকুড়ার জঙ্গলে লেপার্ডের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতে বাঁকাদহ রেঞ্জের পচডহরার কাছে জয়রামবাটি রাস্তায় মৃত লেপার্ডটি উদ্ধার হয়। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে জয়পুর ও বিষ্ণুপুরের বিস্তীর্ণ এলাকায়। স্থানীয়দের আশঙ্কা, মৃত লেপার্ডটির সঙ্গিনী এখনও জঙ্গলে থাকতে পারে। ফলে পাতা বা কাঠ সংগ্রহের কাজে যাওয়া বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা।

ঘটনার পর বন দফতর দ্রুত নেমে পড়ে তৎপরতায়। বন দফতরের তরফে জানানো হয়েছে, মানুষের আতঙ্ক কমাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গল এলাকাজুড়ে মাইক প্রচার শুরু হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে টহলদারি। জয়পুর ও বিষ্ণুপুরের বনাঞ্চলে বনকর্মীদের বিশেষ দল মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের একা জঙ্গলে না গিয়ে দলবদ্ধভাবে চলাচলের পরামর্শও দেওয়া হয়েছে।

এদিকে লেপার্ডের মৃত্যুর ঘটনায় বন দফতর বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯ নম্বর ধারায় মামলা রুজু করেছে। প্রাথমিক ময়নাতদন্তে দুর্ঘটনার সূত্র পাওয়া গেলেও দফতর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। কোন গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে, তা জানতে প্রযুক্তিগত সাহায্য নেওয়া হচ্ছে।

বন দফতরের এক আধিকারিক জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি দুর্ঘটনা। তবুও বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী তদন্ত চলছে। এলাকাজুড়ে নজরদারি আরও কড়া করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, “জঙ্গলে যেতে ভয় লাগছে। শিশুরা বাইরে খেলতেও চাইছে না। আমরা চাই বন দফতর দ্রুত ব্যবস্থা নিক।”


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top