ভোটার তালিকা থেকে গায়েব ৮০০ জনের নাম, আতঙ্কে মানিকচকের ধরমপুর

ভোটার তালিকা থেকে গায়েব ৮০০ জনের নাম, আতঙ্কে মানিকচকের ধরমপুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মালদা – মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েতে চাঞ্চল্যকর ঘটনা — ২০০২ সালের ভোটার তালিকা থেকে উধাও প্রায় ৮০০ জন ভোটারের নাম। অথচ যাঁদের নাম গায়েব, তাঁদের সবার কাছেই বৈধ ভোটার কার্ড রয়েছে। পঞ্চায়েত থেকে লোকসভা — প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন তাঁরা। হঠাৎ নাম নেই পুরনো তালিকায়, এই অস্বাভাবিক পরিস্থিতিতে আতঙ্ক ও দুশ্চিন্তায় দিন কাটছে গ্রামবাসীদের।

জানা গেছে, সম্প্রতি এসআইআর প্রক্রিয়ার ঘোষণার পর থেকেই ২০০২ সালের ভোটার তালিকা নিয়ে অনুসন্ধান শুরু হয়। আর তখনই সামনে আসে এই বিস্ময়কর তথ্য — ধরমপুর পঞ্চায়েতের ৯৬ নম্বর বুথে নেই প্রায় ৮০০ ভোটারের নাম। গ্রামবাসীদের প্রশ্ন, “যদি নামই না থাকে পুরনো তালিকায়, তাহলে আমরা কি আগামী ভোটে ভোট দিতে পারব?”

গ্রামের মানুষ জানিয়েছেন, তাঁরা বহু বছর ধরেই সরকারি পরিষেবা থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। হঠাৎ তাঁদের নাম বাদ পড়ায় তাঁরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছেন। কেউ কেউ বলছেন, “আমাদের নাম যদি তালিকায় না থাকে, তবে নাগরিকত্ব প্রমাণ করব কীভাবে?”

এই ঘটনা ঘিরে পুরো ধরমপুর জুড়ে ছড়িয়েছে চরম উদ্বেগ। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। তবে গ্রামবাসীদের দাবি, দ্রুত তদন্ত করে ভুল সংশোধন করতে হবে, নইলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top