কলকাতা – সম্প্রতি পরপর দুইবার জিম লুক ফাঁস করে অনুরাগীদের মুগ্ধ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার প্রকাশ্যে এল তাঁর পুশ-আপের ভিডিও, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলকাতায় এসআইআরের প্রতিবাদে তৃণমূলের ডাকা বিশাল মিছিলে রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত প্রায় চার কিলোমিটার হেঁটেছিলেন অভিষেক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই। মিছিল শেষে বক্তব্য রাখার পর বালিগঞ্জে এন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশনের (ইও) কনক্লেভে যোগ দেন তিনি। সেখানেই বক্তৃতা শেষে মঞ্চে উপস্থিত সকলের সামনে টানা ৩০টি পুশ-আপ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দর্শকদের উচ্ছ্বাসে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য।
অনেকেরই প্রশ্ন, কীভাবে এমন এনার্জি ধরে রাখেন অভিষেক? তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেলে নজরুল ইসলামের বিখ্যাত পংক্তি উদ্ধৃত করে তিনি লিখেছেন — “বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত।” এই লাইনই যেন তাঁর অফুরন্ত শক্তির প্রতীক।
নিয়মিত শরীরচর্চা, প্রণায়াম ও সুষম খাদ্যাভ্যাসে বিশ্বাসী অভিষেক সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের জিম লুক শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছিলেন। আর এবার জনসমক্ষে তাঁর ফিটনেস প্রদর্শন প্রমাণ করল — রাজনীতির পাশাপাশি শরীরচর্চাতেও তিনি সমান দক্ষ।




















