বিনোদন – টলিউডের অন্যতম জনপ্রিয় ও মিষ্টি অভিনেত্রী কোয়েল মল্লিক এবার সরব হলেন বাংলা চলচ্চিত্র শিল্পের ভেতরের এক সমস্যাকে নিয়ে। ভাইফোঁটার প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত তাঁর নতুন ছবি স্বার্থপর-এর প্রচারের সময় এক সাক্ষাৎকারে তিনি জানান, বহু বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেও তাঁর এক “নালিশ” রয়েছে। কোয়েলের বক্তব্য, “যেটা বম্বে ইন্ডাস্ট্রিতে হয় না, সেটা কলকাতায় কেন হয় জানি না।”
অভিনেত্রীর মতে, বলিউডে কর্মাশিয়াল ছবির নায়ক-নায়িকারা যেমন সমান্তরাল সিনেমাতেও কাজ করার সুযোগ পান, তেমনটাই বাংলা ইন্ডাস্ট্রিতে দেখা যায় না। কোয়েল উদাহরণ দিয়ে বলেন, “আলিয়া ভাট স্টুডেন্ট অফ দ্য ইয়ার করে আবার উড়তা পাঞ্জাব বা হাইওয়ে-এর মতো ছবিতেও কাজ করেছেন। বলিউডে কর্মাশিয়াল আর অফবিটের মধ্যে এই মেলবন্ধনটা খুব স্বাভাবিক। কিন্তু বাংলায় যাঁরা অন্য ধারার ছবি করেন, তাঁদের ওপর যেন অঘোষিত নিষেধাজ্ঞা থাকে কর্মাশিয়াল ছবিতে অভিনয় করার।”
তিনি আরও বলেন, “বাণিজ্যিক সিনেমাই তো এই ইন্ডাস্ট্রির মেরুদণ্ড। সেখান থেকেই অনেকের জীবিকা চলে, এরপরই অফবিট ছবিতে বিনিয়োগ করা হয়। কিন্তু এখানে একবার অন্য ধারার ছবিতে গেলে যেন আর মূলধারায় ফেরা যায় না। এটা ইন্ডাস্ট্রির বড় সমস্যা।”
প্রসঙ্গত, কোয়েল মল্লিকের ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় ও বাণিজ্যিক সাফল্য — নাটের গুরু, বন্ধন, প্রেমী নং ১, বলো না তুমি আমার, মানিক, দুই পৃথিবী, পাগলু, ১০০% লাভ, হিরোগিরি সহ আরও অনেক হিট ছবি। সাম্প্রতিক ছবি স্বার্থপর-এ তাঁর অপর্ণা চরিত্রটি দর্শকের মন ছুঁয়েছে, আর সেই ছবির মাধ্যমেই অভিনেত্রী আবারও প্রমাণ করেছেন যে, তিনি কেবল কর্মাশিয়াল নয়, অন্য ধারার ছবিতেও সমান দক্ষ।


















