বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ, শ্বশুরকে ‘বাবা’ বানিয়ে ভোটার তালিকায় নাম তুললেন অভিযুক্ত রিয়াজুল

বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ, শ্বশুরকে ‘বাবা’ বানিয়ে ভোটার তালিকায় নাম তুললেন অভিযুক্ত রিয়াজুল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উত্তর 24 পরগণা – উত্তর ২৪ পরগনার সুতিরআটি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বাংলাদেশের নাগরিক রিয়াজুল ইসলাম গাজি গত দশ বছর ধরে বেআইনিভাবে ভারতে বসবাস করছেন। জানা গেছে, বাংলাদেশের টাউন শ্রীপুরের বাসিন্দা রিয়াজুল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আসেন এবং স্থানীয় আবদুর রহিম গাজির বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ, অর্থের লোভে আবদুর রহিম তাঁকে থাকতে দেন এবং পরবর্তীতে নিজের মেয়ের সঙ্গে তাঁর বিয়ে দেন।

এরপরই রিয়াজুল আবদুর রহিমকে নিজের ‘বাবা’ হিসেবে দেখিয়ে ভারতীয় ভোটার তালিকায় নাম তোলেন বলে অভিযোগ। শুধু ভোটার তালিকাই নয়, সরকারি নথিতেও তাঁর নাম ও পরিচয় ভারতীয় নাগরিক হিসেবে নথিভুক্ত হয়। পাশাপাশি, সরকারি বিভিন্ন সুবিধাও ভোগ করেছেন বলে সূত্রের দাবি।

এই ঘটনায় রামেশ্বরপুর বরুনহাট পঞ্চায়েতের প্রধান আবুল কালাম গাজি বলেন, “এইসব বিষয়ে আমাদের কোনও ভূমিকা নেই। বেআইনিভাবে ভোটার লিস্টে নাম তুলেছে মানে সে অন্যায় করেছে। ইলেকশন কমিশন আইনত ব্যবস্থা নিক।”

অন্যদিকে, রিয়াজুলের স্ত্রী জানান, “আমার বাবা বুঝতে পারেননি। ভুল করে করে ফেলেছেন। অনেক বছর আগের ঘটনা। আমি তখন গর্ভবতী হয়ে পড়েছিলাম, তাই বাংলাদেশে ফেরা সম্ভব হয়নি। আমার স্বামীর কোনও দোষ নেই।”

ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেআইনি অনুপ্রবেশ এবং সরকারি নথিপত্র জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু করেছে প্রশাসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top