নবদ্বীপে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার অভিযোগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা

নবদ্বীপে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার অভিযোগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নদিয়া – নদিয়ার নবদ্বীপে কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভয়ের পেছনের গাড়িতে হামলার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বুধবার নদিয়ার বিভিন্ন কর্মসূচি শেষে ফেরার পথে এই হামলা হয় বলে জানা গিয়েছে। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার নেপথ্যে। পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীরাই তৃণমূলের INTTUC অফিসে ভাঙচুর চালিয়েছে।

ঘটনাটি ঘটে নবদ্বীপ বাসস্ট্যান্ড এলাকায়। সুকান্ত মজুমদারের কনভয়ের একদম পিছনে থাকা গাড়িটিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি সূত্রে দাবি, কনভয়ের কিছু গাড়ি রাস্তা ভুল করে বাসস্ট্যান্ডের দিকে চলে গেলে, তৃণমূল সমর্থকেরা গাড়িগুলিতে হামলা চালায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হতেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সুকান্ত মজুমদার এলাকা ত্যাগ করেন।

এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “আমরা পুজো পরিক্রমায় এসেছিলাম। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের কর্মীদের ও নেতাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পিছিয়ে পড়া কর্মীরা পুলিশের কাছে রাস্তা জানতে গেলে, পুলিশ দিকনির্দেশ দিতে না পারায় তাঁরা বাসস্ট্যান্ডের দিকে চলে যান। সেখানে তৃণমূলের কিছু মদ্যপ কর্মী ও গুণ্ডারা হামলা চালায়।”

অন্যদিকে, তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ উঠেছে যে, প্রথমে বিজেপির গাড়ি থেকে হামলা শুরু হয়, পরে তাদের INTTUC অফিসে ভাঙচুর চালানো হয়। দুই পক্ষের সংঘর্ষে নবদ্বীপে রাতভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top