পোষা ম‌্যাকাওয়ের মৃত্যুকে কেন্দ্র করে টালিগঞ্জে চাঞ্চল্য, ক্লিনিক কর্তা গ্রেপ্তার শ্লীলতাহানির অভিযোগে

পোষা ম‌্যাকাওয়ের মৃত্যুকে কেন্দ্র করে টালিগঞ্জে চাঞ্চল্য, ক্লিনিক কর্তা গ্রেপ্তার শ্লীলতাহানির অভিযোগে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা -;পোষা ম‌্যাকাও পাখির মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল টালিগঞ্জের এক পোষ‌্য ক্লিনিকে। অভিযোগ, পোষ‌্যর মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে দম্পতির উপর হামলা চালানো হয় এবং মহিলার শ্লীলতাহানি করা হয়। অভিযুক্ত ক্লিনিক কর্তা বরুণ কাজারিয়াকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে টালিগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার ওই দম্পতির ম‌্যাকাও পাখিটি কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ে। তাঁরা পাখিটিকে চিকিৎসার জন্য টালিগঞ্জের ওই পশু ক্লিনিকে নিয়ে যান। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু অপারেশনের কিছুক্ষণের মধ্যেই তাঁদের জানানো হয়, পাখিটি মারা গেছে। হঠাৎ এই মৃত্যুর পর দম্পতির সন্দেহ হয় চিকিৎসায় গাফিলতি হয়েছে।

এই নিয়ে তাঁরা ক্লিনিকের কর্তা ও কর্মীদের প্রশ্ন করতে গেলে শুরু হয় বচসা। অভিযোগ, সেই বচসার মধ্যেই দম্পতির উপর হামলা চালানো হয় এবং মহিলাকে শ্লীলতাহানি ও যৌন হেনস্তা করা হয়। ঘটনার পর ওই মহিলা টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ক্লিনিক কর্তা বরুণ কাজারিয়াকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, ক্লিনিকের পক্ষ থেকেও ওই দম্পতির বিরুদ্ধে পালটা অভিযোগ জমা পড়েছে। পুলিশ জানিয়েছে, দুটি অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে, মধ্য কলকাতার গিরিশ পার্ক এলাকাতেও এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে গুড্ডু সাউ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top