খেলা – মাত্র চার মাস পরই বিক্রি হয়ে যেতে পারে আইপিএলের জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সূত্রের খবর, বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস ইতিমধ্যেই দল বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। সংস্থার আশা, আগামী বছর মার্চের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে দল বিক্রির প্রক্রিয়া চলাকালীনই আসন্ন আইপিএল নিলামে অংশ নেবে আরসিবি।
আঠারো বছরের দীর্ঘ অপেক্ষার পর এবছরই প্রথম আইপিএল ট্রফির স্বাদ পায় বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবি। তার আগেই মহিলাদের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবির মহিলা দল। কিন্তু পুরুষ দলের ঐতিহাসিক জয়ের পর থেকেই শুরু হয় মালিকানা পরিবর্তনের গুঞ্জন। ইউনাইটেড স্পিরিটস জানিয়েছে, বর্তমানে সংস্থার মোট লাভের মাত্র ৮.৩ শতাংশ আসে ক্রিকেট দল দুটির থেকে, তাই এখন আর আরসিবি তাদের কাছে অপরিহার্য নয়।
জানা গেছে, আরসিবির বিক্রিমূল্য ধার্য করা হয়েছে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার—ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার কোটি টাকা। এই বিপুল অর্থে কে দলটি কিনবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সম্ভাব্য ক্রেতাদের মধ্যে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার, মাহিন্দ্রা গ্রুপ, কোটাক গ্রুপ এবং কেপ্রি গ্লোবাল নামের একটি প্রাইভেট ইকুইটি সংস্থা।
সবচেয়ে আলোচিত নাম অবশ্য সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা, ফলে আরসিবি কেনা তাঁর পক্ষে সহজ ব্যাপার বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার, শেষ পর্যন্ত কার হাতে যায় বিরাট কোহলি ও স্মৃতি মান্ধানাদের এই চ্যালেঞ্জার্স বাহিনীর মালিকানা।



















