শান্তিপুরে শুরু বিশ্বের বৃহত্তম ৫২ হাত পৌষ কালী মাতার পুজোর খুঁটিপুজো

শান্তিপুরে শুরু বিশ্বের বৃহত্তম ৫২ হাত পৌষ কালী মাতার পুজোর খুঁটিপুজো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নদিয়া – নদীয়ার শান্তিপুরের হরিপুর অঞ্চলে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের বৃহত্তম ৫২ হাত পৌষ কালী মাতার পুজো। এবার ৪৮ তম বর্ষে পা দিল এই ঐতিহ্যবাহী উৎসব। সম্প্রতি দেবীর খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে পুজোর আনুষ্ঠানিকতা। নিষ্ঠা ও ঐতিহ্য মেনে খুঁটি পূজার পর আতশবাজির ঝলক, মশাল জ্বালিয়ে দেবীর আহ্বান, আর ঢাক-ঢোলের তালে মেতে ওঠেন ক্লাবের সদস্য ও স্থানীয় মানুষজন।

‘বিশ্বের বৃহত্তম বাহান্ন হাত পৌষ কালী মাতা পুজো কমিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের পুজো ও মেলা আগের তুলনায় আরও আকর্ষণীয় ও দর্শনীয় করে তোলা হবে। হাতে গোনা মাত্র তিন মাসের মধ্যেই সম্পন্ন হবে বিশাল দেবীমূর্তি নির্মাণের কাজ। পুজোকে ঘিরে থাকবে দশ দিনব্যাপী ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় হস্তশিল্প ও খাদ্য উৎসবের মাধ্যমে তৈরি হবে এক উৎসবমুখর পরিবেশ।

প্রসঙ্গত, নদীয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের এই নৃসিংহপুর বাজারপাড়া আমরা সকলে ক্লাবের উদ্যোগে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই বিশাল পৌষ কালী মাতার পুজো, যা শুধু জেলার নয়, সমগ্র বাংলার অন্যতম গর্বের অনুষ্ঠান হিসেবে পরিচিত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top