দক্ষিন 24 পরগণা – দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার ঢোলা থানার কালিচরণপুর গ্রামে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃত শাহাবুদ্দিন পাইক স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। শনিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তাঁর। ঘটনাস্থলে পৌঁছান কুলপির বিধায়ক যোগ রঞ্জন হালদার ও মথুরাপুরের সাংসদ বাপি হালদার। তাঁদের দাবি, এসআইআর আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শাহাবুদ্দিনের।
পরিবারের অভিযোগ, পুরনো ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ায় স্ত্রী-সহ পরিবারকে নিয়ে প্রবল উদ্বেগে ছিলেন তিনি। অন্যদিকে, বিজেপির অভিযোগ—এই ঘটনা তৃণমূলের সাজানো নাটক এবং উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রচার। ঘটনায় রাজনৈতিক চাপানউতোরে উত্তপ্ত হয়ে উঠেছে কুলপি ব্লক এলাকা।



















