‘আমার ছাগলও মোদীভক্ত’ — ছাগলের গাড়িতে চেপে মোদীর জনসভায় হাজির বিহারের চা বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

‘আমার ছাগলও মোদীভক্ত’ — ছাগলের গাড়িতে চেপে মোদীর জনসভায় হাজির বিহারের চা বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – বিহারে শুরু হয়েছে ভোটপর্ব, আর সেই আবহেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় নজর কেড়েছেন এক অনন্য মোদীভক্ত চা বিক্রেতা। সাধারণ পথ না বেছে তিনি হাজির হয়েছেন ছাগলের গাড়িতে চেপে! দুই ছাগল টানা ছোট্ট গাড়িতে বসে তিনি পৌঁছে যান জনসভাস্থলে, আর সেই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে।

‘জার্নালিস্ট ক্যাফে’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে প্রকাশিত ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রৌঢ় প্রকাশ মণ্ডল নামের ওই ব্যক্তি ছাগলগাড়িতে চেপে মোদীর সভায় উপস্থিত হয়েছেন। তাঁর গাড়ির সামনেই বাঁধা দুটি ছাগল, আর পিছনে তিনি নিজে, হাতে মোদীর পতাকা। তাঁকে ঘিরে ভিড় জমিয়েছে মোদী সমর্থকেরা, কেউ তুলছেন ছবি, কেউ আবার নিচ্ছেন ভিডিও।

ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুর জেলার হাওয়াই আড্ডা ময়দান এলাকায়। প্রকাশ মণ্ডল গোপালপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা এবং পেশায় একজন চা বিক্রেতা। তিনি জানিয়েছেন, “আমি মোদীর বড় অনুগামী। এমনকি আমার ছাগলগুলিও মোদীভক্ত। মোদীজি যদি একবার তাঁদের দেখেন, আমার জীবন ধন্য হবে।”

প্রকাশের এই অভিনব উপস্থিতি যেমন হাস্যরসের সৃষ্টি করেছে, তেমনি ছড়িয়েছে তাঁর অদম্য ভক্তির গল্প। জনসভাস্থলে উপস্থিত বহু মানুষ তাঁর সঙ্গে আলাপ জুড়েছেন, কেউ কেউ আবার জানিয়েছেন — “এতটা ভক্তি আগে দেখিনি।”

উল্লেখ্য, বৃহস্পতিবার বিহারের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। সেই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধুবনি, পূর্ব চম্পারণ এবং মোতিহারিতে একাধিক জনসভা করেন। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top