বারাণসী থেকে দেশের রেল আধুনিকীকরণে নতুন দিগন্ত: প্রধানমন্ত্রী মোদির হাত ধরে চারটি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা

বারাণসী থেকে দেশের রেল আধুনিকীকরণে নতুন দিগন্ত: প্রধানমন্ত্রী মোদির হাত ধরে চারটি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


প্রধানমন্ত্রী – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সংসদীয় এলাকা বারাণসী থেকে আজ চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন, যা ভারতের আধা-উচ্চগতির রেল পরিষেবার ইতিহাসে একটি বড় পদক্ষেপ। এই উদ্বোধনের মাধ্যমে ভারতীয় রেলওয়ের আধুনিকীকরণ ও সংযোগ বৃদ্ধির যাত্রা আরও গতিশীল হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এই চারটি নতুন বন্দে ভারত এবং নামো ভারত ট্রেন ভারতের রেল ব্যবস্থার নতুন যুগের সূচনা করছে। আমি কাশীসহ সমগ্র দেশবাসীকে এই গৌরবময় মুহূর্তের জন্য অভিনন্দন জানাই।”

নতুন চালু হওয়া ট্রেনগুলো হল — বারাণসী–খজুরাহো, লখনউ–সাহারানপুর, ফিরোজপুর–দিল্লি এবং এরনাকুলম–বেঙ্গালুরু রুটে। এই রুটগুলিতে নতুন বন্দে ভারত চালুর ফলে যাত্রীদের ভ্রমণ সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং আন্তঃরাজ্য যোগাযোগ আরও সহজ হবে। উত্তর, দক্ষিণ ও পশ্চিম ভারতের মধ্যে সংযোগ বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের পথ আরও সুগম হবে।

বন্দে ভারত ট্রেন ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে দ্রুতগতি, আরাম এবং আধুনিক সেবার জন্য জনপ্রিয়। নতুন চারটি ট্রেন যুক্ত হওয়ায় এখন দেশে বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা ১৬০-এরও বেশি হলো, যা ভারতের রেল খাতে এক বিশাল অর্জন। প্রধানমন্ত্রী মোদি বলেন, “বন্দে ভারত এবং নামো ভারত ট্রেন শুধুমাত্র গতি নয়, ভারতের প্রযুক্তি-উন্নয়নের প্রতীক। এগুলো আমাদের রেল ব্যবস্থাকে বিশ্বমানের দিকে নিয়ে যাচ্ছে।”

এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় রেল ক্রমে স্মার্ট ট্রান্সপোর্ট নেটওয়ার্কে রূপান্তরিত হচ্ছে, যা ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকেও আরও শক্তিশালী করছে। যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রার জন্য নতুন কোচ, অটোমেটেড সিস্টেম, ফ্রি ওয়াই-ফাই ও ডিজিটাল ইনফরমেশন বোর্ড যুক্ত হয়েছে।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top