বিনোদন – টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায় এখন ছোটপর্দার পরিচিত মুখ। ‘অনুরাগের ছোঁয়া’-র পর ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকমনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে সে। তবে শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেও আসন্ন বোর্ড পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ১৫ বছর বয়সি এই অভিনেত্রী। পড়াশোনায় কোনওভাবেই ফাঁকি নয়— সেটেই বই ও ট্যাব নিয়ে পড়াশোনায় মন দিচ্ছে সাইনা।
ধারাবাহিকে তার চরিত্র লাজবন্তী, বা লাজু, বয়সে পরিণত, সংসারী এক তরুণী। শাঁখা-পলা, সিঁদুর, শাড়িতে পাকা গিন্নির ভূমিকায় তাকে দেখে দর্শকরা মুগ্ধ। বাস্তবে কিন্তু সাইনা এখনও স্কুলের ছাত্রী। অভিনয় ও পড়াশোনা একসঙ্গে চালিয়ে যেতে ‘হোমস্কুলিং’-এর সিদ্ধান্ত নিয়েছেন তার মা সংযুক্তা। কারণ, মাস দু’য়েক পরই তার ক্লাস টেনের বোর্ড পরীক্ষা।
সাইনা প্রতিদিন ১২-১৪ ঘণ্টা শ্যুটিং করলেও, প্রতিটি শটের ফাঁকেই বই হাতে পড়াশোনা চালিয়ে যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি শেয়ার করেছে সে, যেখানে লাজুর সাজে বসেই মন দিয়ে পড়ছে। ক্যাপশনে লিখেছে, “লাজবন্তীর চরিত্রে অভিনয়ের পাশাপাশি IGCSE পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। জীবনে অনেক কিছু একসঙ্গে সামলাতেই হয়।”
‘কনে দেখা আলো’-য় তার অভিনয়ে এখন প্রশংসার ঢল। দর্শকরা লাজুর চরিত্রকে এতটাই ভালোবেসেছেন যে, সিরিয়ালের অন্য নায়িকা বনলতা অর্থাৎ নন্দিনী দত্তকে এখন তুলনামূলক কম দেখানো হচ্ছে। ২০১০ সালের ৯ মে জন্ম সাইনার। ‘অনুরাগের ছোঁয়া’-তে রূপার চরিত্রে প্রথম দেখা গিয়েছিল তাকে, আর সেখান থেকেই শুরু তার অভিনয়যাত্রা। আজ সে টলিউডের নতুন প্রজন্মের এক উজ্জ্বল মুখ।




















