মুর্শিদাবাদে ফের দলবদল, তৃণমূল-বাম-কংগ্রেস ছেড়ে বিজেপিতে ১৬০টি পরিবার

মুর্শিদাবাদে ফের দলবদল, তৃণমূল-বাম-কংগ্রেস ছেড়ে বিজেপিতে ১৬০টি পরিবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুর্শিদাবাদ – বিধানসভা নির্বাচনের আগে ফের একবার রাজনৈতিক ভাঙনের হাওয়া বইল মুর্শিদাবাদে। জেলার শাসক ও বিরোধী শিবিরে তৈরি হলো নতুন সঙ্কট। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেস— এই তিন দলের ঘর ছেড়ে প্রায় ১৬০টি পরিবার যোগ দিয়েছে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)। এই ব্যাপক দলবদল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক পরিস্থিতি।

বিজেপি নেতৃত্বের দাবি, এই পরিবারগুলি এতদিন বিভিন্ন রাজনৈতিক দলে সক্রিয় থাকলেও রাজ্যের শাসক দলের সন্ত্রাস এবং বিরোধী শিবিরের নিষ্ক্রিয়তায় তারা হতাশ হয়ে পড়েছিলেন। কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বার্তা এবং সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে তাঁরা এবার পদ্মফুলের পতাকাতলে এসেছেন।

এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি সহ অন্যান্য জেলা নেতৃত্ব। তাঁদের দাবি, এই বিপুল সংখ্যক নতুন সদস্য দলের ভিত আরও মজবুত করবে এবং আসন্ন নির্বাচনে বিজেপির জয়ের সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top