SIR ফর্ম বিলির চাপে অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যু, চাঞ্চল্য মেমারিতে

SIR ফর্ম বিলির চাপে অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যু, চাঞ্চল্য মেমারিতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পূর্ব বর্ধমান – এসআইআর (Special Intensive Revision) ফর্ম বিলির অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোকে মৃত্যু হল এক অঙ্গনওয়াড়ি কর্মীর। ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত বোহার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরাম বাঙালপুকুর এলাকায়। মৃতার নাম নমিতা হাঁসদা (৫০)। জানা যায়, শনিবার সন্ধ্যা নাগাদ ফর্ম বিলির সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে, কিন্তু রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নমিতা দেবী।

রবিবার কালনা শ্মশানঘাটে মৃতদেহ সৎকারের সময় স্বামী মাধব হাঁসদা অভিযোগ তোলেন, “বিডিও অফিস থেকে স্ত্রীকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল ফর্ম বিলির জন্য। তিনি দিনরাত কাজ করছিলেন। সেই চাপই মৃত্যুর কারণ।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নমিতা দেবী দায়িত্বশীলভাবে কাজ করলেও অস্বাভাবিক কাজের চাপ তাঁকে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত করে তোলে।

ঘটনাটি সামনে আসতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও ক্ষোভের সুর। স্থানীয়রা দাবি করেছেন, প্রশাসনের পক্ষ থেকে সঠিক তদন্ত করে দায়িত্বজ্ঞানহীন চাপ প্রয়োগের জন্য দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top