বিনোদন – টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ অনন্যা গুহ আবারও ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়ায়। বাথটবে একঝাঁক ফেনার মধ্যে বসে অভিনেত্রীর পোস্ট করা একাধিক ছবি এখন নেটপাড়ার চর্চার কেন্দ্রবিন্দু। কেরলের মনোরম প্রেক্ষাপটে তোলা এই ছবিগুলিতে অনন্যাকে দেখা গিয়েছে নীল রঙের প্রিন্টেড সুইম স্যুটে, ফেনায় ঘেরা বাথটবে পোজ দিতে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “শান্তি” — যা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে নেটদুনিয়ায়।
মাত্র ২১ বছর বয়সেই অনন্যা নিজের কেরিয়ারে যথেষ্ট জায়গা করে নিয়েছেন। ছোট পর্দা থেকে ওয়েব সিরিজ — সব জায়গাতেই তাঁর উপস্থিতি চোখে পড়ে। অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিত ভ্লগও করেন, ফলে সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর বোল্ড লুক এবং আত্মবিশ্বাসী স্টাইল অনেকের নজর কেড়েছে আগেও।
সম্প্রতি অনন্যা তাঁর বাগদত্ত সুকান্ত কুণ্ডুর সঙ্গে কেরল সফরে গিয়েছিলেন। সুকান্ত একজন জনপ্রিয় ইউটিউবার এবং আইটি পেশাদার। ফেব্রুয়ারিতে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে, আর আগামী বছর জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি। ইতিমধ্যেই দুই পরিবারে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
বহু অনুরাগীর প্রশ্ন উঠেছে — এত অল্প বয়সে বিয়ে করার সিদ্ধান্ত কেন? অনন্যার উত্তর, “যখন মানুষটা সঠিক, তখন সময় নিয়ে সন্দেহের কোনও মানে হয় না।” তিন বছর আগে শুরু হওয়া তাঁদের সম্পর্ক এখন এক নতুন অধ্যায়ের দোরগোড়ায়।
সিরিয়ালে অনন্যাকে বেশিরভাগ সময়েই নেগেটিভ চরিত্রে দেখা গেলেও বাস্তবে তিনি প্রাণোচ্ছ্বল এবং ইতিবাচক মনোভাবের অধিকারী। তাঁর কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের এই ভারসাম্যই এখন নেটিজেনদের আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে।




















