২০২৬ বিশ্বকাপেই শেষবার মাঠে নামবেন রোনাল্ডো, জানালেন নিজেই পর্তুগিজ তারকা

২০২৬ বিশ্বকাপেই শেষবার মাঠে নামবেন রোনাল্ডো, জানালেন নিজেই পর্তুগিজ তারকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – ফুটবল দুনিয়ায় গত কয়েক মাস ধরেই চলছিল একটাই প্রশ্ন— কবে অবসর নেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? এবার নিজেই সেই জল্পনার ইতি টানলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। রোনাল্ডো নিশ্চিত করেছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026), যা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে, সেটিই হবে তাঁর আন্তর্জাতিক ফুটবল জীবনের শেষ টুর্নামেন্ট।

মঙ্গলবার সৌদি আরবে এক আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে রোনাল্ডো বলেন, “এই টুর্নামেন্টটি অবশ্যই আমার শেষ বিশ্বকাপ হবে।” তিনি আরও যোগ করেন, “আমি ৪১ বছরে পা দেব। গত ২৫ বছর ধরে ফুটবলের জন্য আমার সবটা দিয়েছি। এখন মনে হচ্ছে, বিদায় বলার সময়টা খুব দূরে নয়— হয়তো এক বা দুই বছরের মধ্যেই।” তাঁর কথায় ফুটে উঠেছে এক গভীর আবেগ— “আমি এখন প্রতিটি মুহূর্ত উপভোগ করছি, কারণ জানি এই যাত্রা শেষের পথে।”

রোনাল্ডোর দেশ পর্তুগাল বর্তমানে ইউরোপীয় বাছাইপর্বে গ্রুপ এফ-এর শীর্ষে রয়েছে। ১৩ নভেম্বর আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিরুদ্ধে জয় পেলেই তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। যদি রোনাল্ডো সেই টুর্নামেন্টে অংশ নেন, তবে এটি হবে তাঁর জীবনের ষষ্ঠ বিশ্বকাপ— যা নিজেই এক ঐতিহাসিক রেকর্ড।

৯৫০টিরও বেশি ক্লাব ও আন্তর্জাতিক গোল করে ইতিমধ্যেই এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন রোনাল্ডো। তবে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে এখনও অধরা রয়েছে বিশ্বকাপ ট্রফি। সেই স্বপ্নই তাঁকে ২০২৬ পর্যন্ত টেনে নিয়ে চলেছে। ২০০৬ সালে পর্তুগাল সেমিফাইনালে উঠলেও ফ্রান্সের কাছে পরাজিত হয়েছিল। এরপর বহুবার কাছাকাছি পৌঁছেও সেই গৌরব অধরাই রয়ে গেছে।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসর (Al Nassr)-এর হয়ে খেলছেন রোনাল্ডো। তাঁর ভক্তরা এখন তাকিয়ে আছেন ২০২৬-এর দিকে— যেখানে হয়তো শেষবারের মতো দেখা যাবে “CR7”-এর বিদায়ী নৈপুণ্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top