বিহার ভোটে মহিলাদের ঝড়, নীতীশের পক্ষে কি ঘুরল হাওয়া?

বিহার ভোটে মহিলাদের ঝড়, নীতীশের পক্ষে কি ঘুরল হাওয়া?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিহার – বিহার নির্বাচনের (Bihar Election 2025) দ্বিতীয় দফার ভোটদান শেষ হয়েছে মঙ্গলবার। নির্বাচন কমিশনের প্রকাশিত পরিসংখ্যান নজর কেড়েছে রাজনৈতিক মহলের। দেখা গিয়েছে, পাঁচ বছর আগের তুলনায় এবারের নির্বাচনে মহিলাদের ভোটদানের হার বেড়েছে সটান ১২ শতাংশ। ২০২০ সালের বিধানসভা ভোটে মহিলাদের পোলিং পারসেন্টেজ ছিল ৫৯.৬৯ শতাংশ। এবার তা লাফিয়ে উঠে হয়েছে ৭১.৬০ শতাংশ। এই তথ্যই ইঙ্গিত দিচ্ছে, মহিলারা এবার আগের চেয়ে অনেক বেশি উৎসাহে ভোটে অংশ নিয়েছেন।

উল্লেখযোগ্যভাবে, গত কয়েকটি নির্বাচনে বিহারে মহিলারা পুরুষদের তুলনায় বেশি ভোট দিয়েছেন। ২০২০ সালেও পুরুষদের ভোটদানের হার ছিল মাত্র ৫৪ শতাংশ, যা মহিলাদের তুলনায় প্রায় ৬ শতাংশ কম। এই প্রবণতা আরও সুস্পষ্ট হয়েছে এবারের ভোটে।

প্রশ্ন উঠছে—মহিলাদের এই বিপুল ভোটদান কি নীতীশ কুমারের জন্য আশীর্বাদ হয়ে উঠতে চলেছে? নির্বাচন কমিশনের তথ্য প্রকাশ হতেই এনডিএ শিবিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তাঁদের দাবি, এই বাড়তি ভোটদানই নীতীশের পক্ষে ঝড়ের ইঙ্গিত। কারণ, ভোটের আগে নীতীশ সরকার রাজ্যের প্রায় ১ কোটি ২১ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠিয়েছিল। মহিলা ক্ষমতায়নের নামে সেই সরাসরি আর্থিক সহায়তাই এই ভোটে এনডিএ-র বড় হাতিয়ার বলে মনে করছেন তাঁদের নেতারা।

দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হতেই বুথ ফেরত সমীক্ষাগুলির (Bihar Exit Poll) একাধিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে—এনডিএ হয়তো বিশাল ব্যবধানে এগিয়ে থাকবে। এনডিএ নেতাদের দাবি, মহিলারাই এই ভোটে নীতীশের প্রধান কাণ্ডারী।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই প্রবণতা কিছুটা হলেও পশ্চিমবঙ্গের পুনরাবৃত্তি। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে মহিলাদের মধ্যে একটি মজবুত জনভিত্তি গড়ে তুলেছিলেন, তেমনই বিহারে নীতীশও একই কৌশল ব্যবহার করেছেন। ভোটের ফলাফল যদি সত্যিই সেই ইঙ্গিত দেয়, তাহলে বলা যায়—নীতীশের পক্ষে ‘লক্ষ্মীর আশীর্বাদ’ কাজ করছে।

২০০৫ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই নীতীশ বিহারের মহিলাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছেন। স্কুল পড়ুয়া মেয়েদের জন্য ‘সাইকেল যোজনা’ থেকে শুরু করে মদ নিষিদ্ধকরণ, পুলিশের চাকরিতে মহিলাদের জন্য সংরক্ষণ—সব ক্ষেত্রেই মহিলাদের উন্নয়নে তিনি গুরুত্ব দিয়েছেন। সেই ধারাবাহিকতার ফলই হয়তো এবারের ভোটে ফুটে উঠছে। মহিলাদের ভোট যদি নীতীশের পক্ষে একত্রিত হয়, তবে তা বিহারের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top