বিনোদন – বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সূত্রের খবর, মুম্বইয়ের জুহুতে নিজের বাড়িতেই আচমকাই অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে নিকটবর্তী ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ৬১ বছর বয়সী এই অভিনেতা। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
চিকিৎসকরা জানিয়েছেন, গোবিন্দার বিভিন্ন শারীরিক পরীক্ষা চলছে এবং তিনি আপাতত পর্যবেক্ষণে আছেন। প্রাথমিকভাবে মাথা ঘোরা থেকেই এই পরিস্থিতির সৃষ্টি বলে মনে করা হচ্ছে, তবে রিপোর্ট আসার পরেই সঠিক কারণ জানা যাবে। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনি উপদেষ্টা ললিত বিন্দল জানিয়েছেন, “মঙ্গলবার গভীর রাতে হঠাৎই অসুস্থ বোধ করেন গোবিন্দাজি। প্রথমে আমরা চিকিৎসকের সঙ্গে ফোনে কথা বলে ওষুধ দিই, কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় রাত ১টার দিকে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই।”
অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছা ও দ্রুত আরোগ্য কামনার বার্তা ভেসে আসছে নানা দিক থেকে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল এবং প্রয়োজনে তাঁকে আরও কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হতে পারে।
উল্লেখ্য, কয়েক মাস আগেই এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন গোবিন্দা। তাঁর লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকে গুলি ছুটে পায়ে লেগেছিল, যার পর তাঁকে অস্ত্রোপচার করতে হয়। পরে অভিনেতা নিজেই জানিয়েছিলেন, “আমি কলকাতায় শো-এর জন্য বেরোচ্ছিলাম। ভোরবেলা বন্দুকটা আলমারিতে রাখতে গিয়ে হাত ফসকে পড়ে যায়, আর তখনই সেটা থেকে গুলি বেরিয়ে আমার পায়ে লাগে। মুহূর্তের মধ্যেই দেখি প্রচুর রক্তপাত হচ্ছে।”
বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে গোবিন্দার চিকিৎসা চলছে, এবং হাসপাতাল সূত্রে জানা গেছে—তিনি দ্রুত সেরে উঠছেন। পরিবার এবং ভক্তরা সকলেই এখন তাঁর পূর্ণ আরোগ্যের অপেক্ষায়।




















