রাজ্য – রাতের হাওয়া বদলেছে, বাতাসে লেগেছে হালকা ঠান্ডা। নভেম্বরের মাঝামাঝি পেরোতেই শহর কলকাতায় ফিরে আসছে শীতের আভাস। সকালবেলার কুয়াশা, ঠান্ডা হাওয়া আর বিকেলের নরম রোদ—সব মিলিয়ে শহরবাসী টের পাচ্ছেন শীতের আগমন বার্তা। যদিও উত্তর-পশ্চিম দিকের ঠান্ডা হাওয়া এখনও পুরোপুরি দখল নিতে পারেনি দক্ষিণবঙ্গের আকাশ, তবুও আবহাওয়ার ধরণে যে বদল এসেছে তা স্পষ্ট।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি কম। মঙ্গলবার রাতেও তাপমাত্রা আরও কিছুটা নেমে যায়, আর বুধবার ভোরে শহরের একাধিক এলাকায় কুয়াশা দেখা গেছে। সকাল থেকেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে, অনেকেই হালকা গরম জামা পরে বেরোচ্ছেন অফিস বা স্কুলে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ১৭ ডিগ্রির কাছাকাছি।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে শীত আসে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের প্রবাহে। সেই হাওয়া ধীরে ধীরে নামছে, তবে এখনও পুরোপুরি বিস্তার ঘটাতে পারেনি। অন্যদিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীত পড়ে গিয়েছে এবং সেখানে রাত্রিকালীন তাপমাত্রা দ্রুতই নামছে।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর ও দক্ষিণ অংশে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে হালকা ঠান্ডার এই আমেজ বজায় থাকবে। নতুন করে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা আপাতত নেই।
তবে নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বরের শুরু থেকে উত্তর-পশ্চিম দিকের হাওয়া জোর পাবে, তখন আরও নামবে তাপমাত্রা। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা ও আশপাশের জেলাগুলিতে জমে উঠবে শীতের মরসুম।
সবমিলিয়ে, ভোরবেলার কুয়াশা, সকালের ঠান্ডা হাওয়া আর বিকেলের উজ্জ্বল রোদ—এই তিন রূপেই এখন কাটছে কলকাতার দিন। শহরবাসী তাই বলছেন, “এবার সত্যিই ফিরছে শীতের গন্ধ।”




















